অনেক অপকর্মর নায়ক সাকিব নামচা ।। ২০২৩ বিশ্বকাপে সাকিবের অধিনায়কত্বে শাস্তিও জুটল বাংলাদেশ দলের
রুহুল কুদ্দুস টিটো
কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে ২০৪ রানের গুটিয়ে যাওয়া বাংলাদেশকে পাকিস্তান হারিয়েছে ১৭.৩ ওভার হাতে রেখেই। বাংলাদেশই প্রথম দল যাদের আনুষ্ঠানিক ‘বিদায়’ হয়ে গেছে। তার মানে কোনোভাবেই আর বাংলাদেশের সেমিফাইনাল খেলার সুযোগ নেই। দুই ম্যাচ হাতে রেখে বাংলাদেশের লক্ষ্য এখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করা।
পাকিস্তানের কাছে হারার পর স্টেডিয়ামে আসা বেশ কয়েক হাজার দেশের সমর্থক শুধু হতাশাতেই ডুবলেন।বিশ্বকাপে টানা ছ’টি ম্যাচ হেরে বাংলাদেশ এখন টুর্নামেন্টে এমন অবস্থা হবে কেউই ভাবতেই পারেনি ।
পাকিস্তানের কাছে হারার পর স্টেডিয়ামে আসা বেশ কয়েক হাজার বাংলাদেশি সমর্থক শুধু হতাশাতেই ডুবলেন না, দেশের প্রিয় তারকাদের গালিগালাজ করতেও ছাড়লেন না! আসলে বিশ্বকাপে টানা ছ’টি ম্যাচ হেরে বাংলাদেশ এখন টুর্নামেন্টে এমন এক অবস্থায়, যা সে দেশের ক্রিকেট-পাগল সমর্থকরা কেউ ভাবতেই পারেননি।
নেট রানরেটে ইংল্যান্ডের তুলনায় সামান্য এগিয়ে থাকায় বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখনও সবার নিচে নেই ঠিকই – কিন্তু তারাই প্রথম দল যারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।
এত বাজে পারফরম্যান্স কেন বাংলাদেশের। ভারতের সাবেক পেসার ইরফান পাঠান মনে করেন, মাঠের বাইরের বিভিন্ন সমস্যার কারণেই বাংলাদেশের এমন পারফরম্যান্স।
ইরফান মনে করেন সামর্থ্যের অভাবের চেয়েও নিজেদের সামর্থ্যকে পারফরম্যান্সে পরিণত করতে না পারার ব্যর্থতাই বাংলাদেশকে ডোবাচ্ছে। সেই সঙ্গে মাঠের বাইরের ব্যাপারগুলো এখানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ‘বাংলাদেশের ভালো ক্রিকেটার আছে। কিন্তু দল হিসেবে সেই ক্রিকেটাররা একসঙ্গে পারফরম করতে পারছে না। এর মানে সামর্থ্যের অভাব বাংলাদেশ দলের সমস্যা নয়। এই দলের আরও অন্য সমস্যা আছে। বাংলাদেশের ক্রিকেটকে এখন মাঠ ও মাঠের বাইরে—দুই দিকের সমস্যা সমাধানেই মনোযোগী হতে হবে।’
বাংলাদেশের ক্রিকেটের এই পতনের কারণ নিজেদের ভুলই, ইরফান মনে করেন এটিই, ‘আমি সব সময়ই বলি, বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টদের ভুল ও বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের ক্রিকেট ডুবছে। আমরা তাদের মাঠের বাইরের বিভিন্ন সমস্যার কথা জানি। বিশ্বকাপে বাংলাদেশ দলে তামিম ইকবাল নেই কেন! এই দলে অবশ্যই তামিমের থাকা উচিত ছিল।’
বিশ্বকাপের আগে তামিম-সমস্যায় বিপর্যস্ত ছিল বাংলাদেশের ক্রিকেট। গত জুলাই মাসে বিভিন্ন কারণে ক্রিকেটই ছেড়ে দিয়েছিলেন তামিম। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে আবারও ক্রিকেটে ফেরেন তিনি। যদিও বিশ্বকাপের আগ দিয়ে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। ইরফান পাঠানের কাছে পুরো বিষয়টাই বিস্ময়, ‘এক বছর আগেও তামিম নিয়মিত রান করেছে। কিন্তু সেই তামিমই বিশ্বকাপ দলে নেই। সে কেন নেই! আমরা যত দূর জানি, তার নিজের জায়গায় ব্যাটিং করতে না দেওয়ার কারণেই এমনটা হয়েছে। আমি তো মনে করি, তামিমের সঙ্গে আচরণটাই ঠিক করেনি বাংলাদেশ ম্যানেজমেন্ট। এ কারণেই বাংলাদেশ দলে নানা নেতিবাচক ব্যাপার সামনে চলে এসেছে।’
তামিম কে নিয়ে যে সাকিব রাজনীতি করেছন তা আমরা যেমন জানি ক্রিকেট জগৎও জানে । সাকিব নিজ অহংকারের পতন বিশ্ব দরবারে আল্লাহ পাক দেখিয়ে দিলেন তার নিজপছন্দের খেলোয়াড় নিয়ে বিশ্ব কাপে দেখিয়ে দেবেন ভেবেছিলেন । দলের ভিতরে থাকা ভালো পারফরমাদের অন্তরের ব্যাথা দিয়ে স্বপ্নচূড়া ওঠা যায়না তার প্রমাণ পেতে দেরি হয় নি। এক সাকিব এবং পাপন সাহেবের নির্বাচক বিশেষজ্ঞ দলের কারণে দেশের পতাকার মর্যদা রাখতে পারলেনা যেমন বাংলাদেশের কোটি দেশপ্রেমিকদের হতাশাতেই ডুবালেন ।
অনেক অপকর্মর নায়ক সাকিব নামচা
সাকিব আল হাসান দেশের সেরা ক্রিকেটার হওয়ায় নিয়মকানুনের তোয়াক্কা না করে বারবার বিতর্কের জন্ম দিয়েছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। কখনো সতীর্থদের সঙ্গে বাজে আচরণ, কখনো মিডিয়া ও দর্শকদের সঙ্গে, বোর্ডের নিয়ম ভেঙেও শাস্তি পেয়েছেন অনেকবার।
- ২০১০ : ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং করছিলেন সাকিব। এ সময় সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়ায় রেগে উইকেট ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে গিয়ে বাজে ভাষা ব্যবহারের পাশাপাশি ব্যাট উঁচিয়ে দর্শককে হুমকি দেন।
- ২০১১ : বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ৫৮ রানে অলআউট হওয়ার পর সাকিবকে ইঙ্গিত করে গ্যালারি থেকে দুয়ো আসতে থাকে। এ সময় সাকিব দর্শকদের মধ্যমা আঙুল দেখিয়ে বাজে ইঙ্গিত করেন।
- ২০১৩ : বিজয় দিবস টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন এক দর্শকের কলার চেপে ধরেন সাকিব।
- ২০১৪ : মিরপুরে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর প্যাভিলিয়নে বসে থাকা সাকিব টিভি ক্যামেরার সামনে অশালীন ভঙ্গিতে বাজে ইঙ্গিত করেন। তাতে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।
- ২০১৪ : ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালে স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পিটিয়ে আহত করেন সাকিব।
- ২০১৫ : বিপিএলে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে অসদাচরণ করে এক ম্যাচ নিষিদ্ধ ও ২০ হাজার টাকা জরিমানা দেন রংপুর রাইডার্সের সাকিব।
- ২০১৬ : বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব।
- ২০১৭ : দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ছয় মাসের ছুটি চান। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি দিতে রাজি ছিলেন না।
- ২০১৮ : বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র না নিয়ে ওয়েস্ট ইন্ডিজে সিপিএল খেলতে যাচ্ছিলেন সাকিব। মাঝপথ থেকে তাকে ফিরিয়ে আনে বোর্ড। এরপর টেস্ট ও ওয়ানডে দল থেকে অবসর নেওয়ার হুমকি দিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হন সাকিব।
- ২০১৯ : বিশ্বকাপের আগে দলীয় ফটোসেশনে ছিলেন না সাকিব।
- ২০১৯ : জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর সেটি গোপন করায় এক বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন।
- ২০২১ : শ্রীলংকা সফরে না গিয়ে ভারতে আইপিএল খেলতে যান।
- ২০২১ : ঢাকা প্রিমিয়ার লিগে জৈব সুরক্ষাবলয় ভঙ্গ করে আবার ক্ষমাও চান সাকিব। সবশেষ শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে কয়েক দফা বাজে আচরণের পর মোহামেডান অধিনায়ক সাকিব নিষিদ্ধ হয়েছেন তিন ম্যাচ। জরিমানা গুনতে হবে পাঁচ লাখ টাকা।
বিবর্ণ প্রদর্শনীতে ইংল্যান্ডের কাছে পাত্তা না পাওয়ার পর শাস্তিও জুটল বাংলাদেশ দলের। মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হলো তাদেরকে। সৃষ্টি হলো আরেক ইতিহাস ।
স্লো ওভার রেটের কারণে অর্থাৎ ম্যাচে প্রয়োজনীয় ওভার রেট বজায় রাখতে ব্যর্থ হওয়ায় টাইগারদের ম্যাচ ফিয়ের ৫% জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময় বাংলাদেশ এক ওভার বল কম করায় এমিরেটস আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য জাভাগাল শ্রীনাথ এই জরিমানা করেন। ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানের হারের পর এ জরিমানাকে বাংলাদেশ দলের জন্য বাড়তি চাপ হিসেবেই দেখা হচ্ছে।
আইসিসির কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট স্টাফের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভার রেট লঙ্ঘনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বল না করা হলে খেলোয়াড়দের ম্যাচ ফিয়ের ক্ষেত্রে ৫% জরিমানা হতে পারে।
টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনার সহায়তায় মাঠের আম্পায়ার আহসান রাজা ও পল উইলসন বাংলাদেশের বিপক্ষে স্লো ওভার রেটের অভিযোগ করেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজনীয় হয়নি।
তথ্যসূত্র: প্রথমআলো,জনকন্ঠ, যুগান্তর