আজ বাংলাদেশ খেলবে কি জানি কি হয়! বাংলাদেশ এখনো তাদের সেরাটা দিতে পারেনি
রুহুল কুদ্দুস টিটো
আজ বাংলাদেশ সময় ২:৩০ মিনিটে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের বাংলাদেশ-ভারতের বিশ্বকাপের ম্যাচের আগে এই দুজনের ম্যাচআপের বিষয়টি সামনে আসছে। ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসের এক প্রশ্নের উত্তরে কোহলির মুখে ‘বোলার’ সাকিবের প্রশংসাই শোনা গেল।
বাংলাদেশ দলের অধিনায়কের মিতব্যয়ী বোলিংয়ের প্রসঙ্গ টেনে কোহলি বলেন, ‘অনেক বছর ধরেই সাকিবের বিপক্ষে খেলছি। তার নিয়ন্ত্রণ অসাধারণ। অভিজ্ঞ বোলার। নতুন বলে ভালো বোলিং করে। ব্যাটসম্যানদের কীভাবে ধোঁকা দিতে হয়, তা জানে। খুব মিতব্যয়ীও।’
কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন সাকিবও। কোহলির প্রসঙ্গে তিনি স্টার স্পোর্টসে বলেছেন, ‘সে বিশেষ ব্যাটসম্যান, হয়তো আধুনিক যুগের সেরা ব্যাটসম্যান। আমার মনে হয় আমি ভাগ্যবান, কোহলিকে পাঁচবার আউট করেছি। তার উইকেট নেওয়া অবশ্যই মধুর অভিজ্ঞতা।’
ওয়ানডেতে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলেছেন সাকিব। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিপক্ষে সাকিব উইকেট নিয়েছেন ২৯টি। এই তো গত বছরের ডিসেম্বরে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব।
ওয়ানডে ক্রিকেটে ভারতের তারকা ব্যাটসম্যানকে পাঁচবার আউট করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক। সাকিবের বিপক্ষে কোহলির স্ট্রাইক রেট ৯৪.৬ হলেও গড়ও বেশি নয় (২৮)। ৫০ ওভারের খেলায় সাকিবের ১৪৮ বল খেলে কোহলি রান নিয়েছেন ১৪০।
স্বাভাবিকভাবেই বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো ছন্দে না থাকলেও বাংলাদেশ দলকে ছোট করতে দেখতে চান না কোহলি। আরও একটা কারণও আছেন। গতকালই উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে নেদারল্যান্ডস। এর আগে আফগানিস্তান হারিয়েছে ইংল্যান্ডকে।
এবারের বিশ্বকাপে বড় দল, ছোট দলের আলোচনাটা তাই অমূলক। কোহলিও তা-ই মনে করেন। তাঁর দৃষ্টিতে, ১০ দলের বিশ্বকাপে কোনো দলই বড় দল নয়, ‘বিশ্বকাপে কোনো বড় দল নেই। আপনি যখনই শুধু বড় দলের কথা ভাববেন, তখনই অঘটন ঘটবে।’
সর্বশেষ চার ম্যাচে তিনটিতেই জয়। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ দেখায় ফেবারিট ভারতকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছিল ২৮ রানে। তবে এত কিছুর পরও ভারতের বিপক্ষে আজ বাংলাদেশের কোনো সুযোগ দেখছেন না নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড ও ভারতের সাবেক ক্রিকেটার দীপ দাসগুপ্ত। বন্ডের দাবি, নিজেদের ৮০ শতাংশ খেলতে পারলেই বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পাবে ভারত।
এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ-ভারত ম্যাচ খেলেছে ৪০টি, যেখানে ৩১টিই জিতেছে ভারত। বাংলাদেশ জিতেছে ৮টি। শুধু বিশ্বকাপের কথা বললেও বাংলাদেশের কাছে প্রথম ম্যাচটা হারার পর টানা তিনটিতে ভারতের জয়। এরপরও এই ম্যাচ এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যুদ্ধ–যুদ্ধ’ ভাব শুরু হয়। আর বাংলাদেশও যেন ভারতকে পেলেই জ্বলে ওঠে। সর্বশেষ চার ম্যাচে তিন জয়ই যার প্রমাণ। যদিও এশিয়া কাপে ভারত বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল খেলায়নি। গত বছরের ডিসেম্বরেও বাংলাদেশের বিপক্ষে সিরিজে রোহিত শর্মা তারকা পেসার যশপ্রীত বুমরাকে পাননি। ছিলেন না রবীন্দ্র জাদেজাও।
চলতি বিশ্বকাপেও বাংলাদেশ অনেকটাই এলোমেলো। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। হয়তো এসব সমীকরণ মাথায় রেখেই বন্ড ও দাসগুপ্ত বলছেন বাংলাদেশের আজ সুযোগ নেই। ক্রিকইনফোতে এক অনুষ্ঠানে অঘটনের কোনো সুযোগ আছে কি না, সেই প্রশ্নে নিউজিল্যান্ডের সাবেক পেসার বলছেন, ‘বাংলাদেশের বিপক্ষে? একদমই না। আমার মনে হয়, ভারত দল দুর্দান্ত ছন্দে। আর বাংলাদেশ এখনো তাদের সেরাটা দিতে পারেনি। ৮০ শতাংশ দিতে পারলেও জয় পাবে ভারত। আমার মনে হয়, ভারত খুব সহজেই জিতবে।’
বাংলাদেশের সেরাটা দিতে না পারার কারণ ব্যাখ্যা করেছেন দীপ দাসগুপ্ত। তিনি বলেছেন, ‘ধারাবাহিকতা নেই। ব্যাটিং অর্ডারের দিকে যদি তাকাই চোখে পড়বে সবার ব্যাটিং অর্ডার অদলবদল হচ্ছে। মেহেদী (মিরাজ)এশিয়া কাপে ওপেন করল, পরের ম্যাচে ব্যাটিং করল মিডল অর্ডারে, এরপর লোয়ার মিডল অর্ডারে। শান্ত (নাজমুল), তাওহিদ হৃদয়ের বেলাতেও এমনটা হয়েছে। এটা বিশ্বকাপ। ভারত দলের দিকে তাকান, দেখবেন স্পষ্টতা আছে। জয়–পরাজয় যা–ই হোক না কেন, তারা তাদের পরিকল্পনা থেকে সরবে না। এটাই বাংলাদেশের মধ্যে দেখিনি।’
তথ্য সূত্র: প্রথম আলো