আন্দোলনটা সম্পূর্ণ অন্য কোনও উদ্দেশ্যে করা হচ্ছে
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, আন্দোলনটা সম্পূর্ণ অন্য কোনও উদ্দেশ্যে করা হচ্ছে। আন্দোলনকারীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। মঙ্গলবার (১৬ জুলাই) অ্যাটর্নি জেনারেল ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এই আন্দোলনটা সম্পূর্ণ অন্য কোনও উদ্দেশ্যে করা হচ্ছে।
প্রধান বিচারপতি আদেশে বলে দিয়েছেন, তাদের (আন্দোলনকারীদের) বক্তব্য থাকলে আদালতে আসতে পারেন। কিন্তু তারা আসছে না।
তিনি বলেন,আমি একটি টকশোতে অনুরোধ করেছি (আন্দোলনকারীদের) কোনও একজন আইনজীবীর সঙ্গে কথা বলেন। তারা বলছে, প্রশাসনিক আদেশ দিয়ে সরকার এটা (কোটা বাতিল কিংবা সংস্কার) করে দিতে পারে। যারা এটা বলছেন এবং তাদের (আন্দোলনকারীদের) যারা বুদ্ধিদাতা, হয় তারা আইন জানেন না, নয় তারা (আন্দোলনকারীদের বুদ্ধিদাতারা) তাদের ভুল পথে পরিচালিত করার জন্য এই কথাগুলো বলছেন। তাদের (আন্দোলনকারীদের বুদ্ধিদাতারা) রাজনৈতিক উদ্দেশ্য আছে। তারা চাইছে ঘোলা পানিতে মাছ শিকার করতে।
তিনি আরও বলেন, ‘যেহেতু আদালত আদেশ দিয়ে বাতিল (কোটা বাতিলের পরিপত্র) করে দিয়েছেন, সেখানে সরকার আরেকটা আদেশ দিয়ে কোটা বাতিল করতে পারে না। করলেও সেটা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। তাই সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত আদেশ পাওয়ার পর যেটা করার সেটা করতে হবে। তার আগে পারবে না। এই আন্দোলনের উদ্দেশ্য যদি কোটা বাতিলই হতো, তাহলে সবচেয়ে বড় জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেটা বলে দেবে সেটা তো কেউ আর পরিবর্তন করতে পারবে না। সুতরাং আমি বলবো, প্রথমে ছাত্ররা (আন্দোলনকারী) একটা দাবি নিয়ে আসছিল। পরে তাদের পেছন থেকে ইন্ধন দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে। যারা বুদ্ধি দিচ্ছে তাদের উদ্দেশ্য অন্যকিছু। ভিন্ন খাতে প্রবাহিত করতেই এটা তারা করছে।
প্রসঙ্গত, এর আগে দুপুরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। লিভ টু আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন