ইতিহাসের পাতা।। হামাসের হামলার ঘটনা তদন্তে কমিশন গঠনে কেন বাধা দিচ্ছেন নেতানিয়াহু
ইসরায়েলের অভ্যন্তরে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলা এবং তার জেরে শুরু হওয়া গাজা যুদ্ধ নিয়ে চলতি বছরের এপ্রিলে একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ।
ইসরায়েলি দৈনিক হারেৎজের খবর বলা হয়েছে, এই তদন্ত কমিশনের সদস্যদের নিয়োগে নানাভাবে বাধা সৃষ্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল রোববার প্রকাশিত হারেৎজের প্রতিবেদনে বলা হয়, তদন্ত কমিটির সদস্যদের নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতা প্রত্যাহার করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু।
প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু চান না যে একজন বিচারপতি ৭ অক্টোবরের হামলা নিয়ে গঠিত তদন্ত কমিটির নেতৃত্বে থাকুন।
হারেৎজে এই খবর প্রকাশের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবির বরাত দিয়ে ইয়েদিওথ আহরোনথ পত্রিকার এক খবরে বলা হয়, ইসরায়েলের ক্ষমতাসীন ডানপন্থী সরকারকে উৎখাতের লক্ষ্যে ওই তদন্ত কমিটি হতে পারে।
নেতানিয়াহুর কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকার খবরে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী ‘বিচারপতিদের ওপর আস্থা রাখতে পারছেন না, তাঁর আশঙ্কা, হামাসের হামলা নিয়ে তদন্ত করতে গিয়ে বিচারকেরা বিচার বিভাগের সংস্কারের কারণে তাঁর ওপর প্রতিশোধ নিতে পারেন।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার আগে বিচার বিভাগের সংস্কারের প্রতিবাদে ইসরায়েলজুড়ে বড় ধরনের গণ–আন্দোলন গড়ে উঠেছিল। সেই আন্দোলন বেশ কয়েক মাস ধরে চলে। ইসরায়েলের ইতিহাসে সরকারের বিরুদ্ধে এত বড় আন্দোলন অতীতে কখনো দেখা যায়নি।
হারেৎজের খবর বলা হয়, গত ২৬ এপ্রিল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন।
হামাসের হামলার দিনই গাজায় পাল্টা নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজাজুড়ে ইসরায়েলের হামলায় প্রায় ৩৬ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮২ হাজার ৫০০ ফিলিস্তিনি। নিহত মানুষের বেশির ভাগই নারী ও শিশু।