একটা মানুষকেও আমরা তাড়াতে দেবো না, সব ধর্ম আমার কাছে প্রিয়: মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) ইস্যুতে বলেছেন, আমরা একটা মানুষকেও তাড়াতে দেবো না। ‘এনআরসি’র নাম করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া, মানুষকে তাড়িয়ে দেওয়া চলবে না।
তিনি আজ (বৃহস্পতিবার) ঝাড়গ্রামে সরকারি পরিসেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সম্প্রতি বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবে। এর পর থেকে ওই ইস্যুতে পশ্চিমবঙ্গ, অসমে এর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধী দলীয় নেতৃবৃন্দ এর বিরোধিতা করেছেন। তারা একে সংবিধান বিরোধী বলে অভিহিত করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা আজ কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেন, এবার যদি ওরা নির্বাচনে জিতে যায় তাহলে গ্যাসের দাম এক হাজার থেকে বাড়িয়ে ১৫০০/২০০০ টাকা করে দিতে পারে। না পাওয়া যাবে কেরোসিন, না পাওয়া যাবে গ্যাস। আবার সেই গাছের কাঠ কুড়াতে হবে, তারপর রান্নাবান্না করতে হবে। এই তো দিল্লির অবস্থা! আমাদের বাংলাকে ওরা ভালোবাসে না। আদিবাসীদের ভালোবাসে না। তপসিলিদের ভালোবাসে না। বঞ্চনা করে।
মমতা বলেন, সম্প্রতি ‘আধার কার্ড’ কেড়ে নেওয়ার (নিষ্ক্রিয়) চেষ্টা হয়েছিল। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। একটা লোকের কাছ থেকে তার অধিকার কেড়ে নিতে দেবো না। এটা পশ্চিমবঙ্গ সরকার। নির্বাচন আসলে ‘ক্যা’ করবে। কিন্তু ৫ বছর তাকে বিদেশি হয়ে যেতে হবে। অনেকদিন সে নাগরিক থাকবে না। নাগরিক না থাকলে রেশন পাবে কীভাবে? ‘এনআরসি’র নাম করে মানুষকে বাতিল করে দেওয়া, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া, মানুষকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হলে, এজনকেও আমরা তাড়াতে দেবো না। সব ধর্ম আমার কাছে প্রিয়। সব মানুষ আমাদের কাছে প্রিয়। সবাই এক থাকবে, সবাই ভালো থাকবে এটাই আমরা চাই বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্র: পার্সটুডে