একটি ঘড়ির জন্য জরিমানাসহ ৩৫ হাজার ইউরো গুনতে হয় ‘টার্মিনেটর’ তারকা আর্নল্ড শোয়ার্জনেগারকে
জার্মানির মিউনিখ বিমানবন্দরে আর্নল্ড শোয়ার্জনেগারকে শুল্ক বিভাগের জেরার মুখে পড়তে হয়েছিল।
জার্মানির মিউনিখ বিমানবন্দরে ‘টার্মিনেটর’ তারকা আর্নল্ড শোয়ার্জনেগারকে প্রায় তিন ঘণ্টার মতো মিউনিখ বিমানবন্দরে আটকে ছিলেন। এ সময় তাঁর সঙ্গে একটি ঘড়ি ছিল। এই ঘড়ি সম্ভবত জলবায়ু সংকট মোকাবিলা করার তহবিলে দেওয়ার জন্য সঙ্গে নিয়েছিলেন।
দামি ঘড়ি তিনি চাইলেই সঙ্গে নিতে পারতেন। কিন্তু ভুলটা হয় বিমানবন্দরের ঘোষণা ফরম পূরণ করার সময়। এটি নিয়ে অভিনেতার ঘনিষ্ঠ সেই সূত্র আরও জানায়, শুল্ক কর্মকতার সব প্রশ্নের সঠিকভাবে উত্তর দিয়েছেন আর্নল্ড।
থমাস আরও বলেন, প্রতিটি পদক্ষেপেই তিনি শুল্ক কর্তৃপক্ষকে সহায়তা করেছেন। জিনিসগুলো সামনে ছড়ানো ছিল। এটা পুরোপুরি ‘কমেডি অব এরর’। এটা নিয়ে অবশ্য মজার একটা পুলিশি মুভি বানানো যায়। শোয়ার্জনেগারের সঙ্গে থাকা ঘড়িটা ছিল সুইস লাক্সারি ব্র্যান্ড অডেমার্স পিগুয়েটের। এটি একটি দামি ঘড়ি। ঘড়ির জন্য জরিমানাসহ ৩৫ হাজার ইউরো গুনতে হয় এই অভিনেতাকে। কাস্টমসের নিয়ম অনুযায়ী এই অর্থ অর্ধেক নগদে পরিশোধ করতে হয়। এই নিয়েই বাধে বিপত্তি।
তথ্যসূত্র: প্রথম আলো