টক-শো’তে জানালেন আলী বাকেরি কানি
এবার জবাব হবে মাত্র ‘কয়েক সেকেন্ডে’: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি সতর্ক করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি আবার তার দেশের বিরুদ্ধে কোনো ‘ভুল’ করে তাহলে মাত্র ‘কয়েক সেকেন্ডে’ জবাব পাবে তেল আবিব। তিনি গতরাতে ইরানের টেলিভিশনে সম্প্রচারিত এক টক-শো’তে অংশ নিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কানি বলেন, “তারা যদি আরেকটি ভুল করে তাহলে এবার আরো কঠোর, দ্রুততর ও আরো তাৎক্ষণিক জবাব পাবে।”
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এবার ইহুদিবাদীদের জেনে রাখতে হবে যে, এবার আর জবাব দেয়ার জন্য ১২ দিন অপেক্ষা করা হবে না। এবার তারা যে জবাব পাবে তা দিন কিংবা ঘণ্টা মেপে হবে না বরং মাত্র কয়েক সেকেন্ডে পাল্টা আঘাত হানা হবে।”
গত ১ এপ্রিল ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে যে হামলা চালায় ১৩ ফেব্রুয়ারি রাতে তার জবাব দেয় তেহরান। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানি ভূখণ্ড থেকে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইরান বলেছে, এই হামলায় এদেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে। ওই রাতে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সসহ অন্তত ১০টি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা আকাশেই প্রতিহত করার কাজে ইহুদিবাদী ইসরাইলকে সহযোগিতা করে।
কিন্তু এতসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা সত্ত্বেও ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় নেভাতিম ও উত্তরাঞ্চলীয় নেগেভ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে নেভাতিম ঘাঁটিতে থাকা ইসরায়েলের একটি সি-১৩০ রসদবাহী বিমান ধ্বংস এবং এটির রানওয়ে ও একটি স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে। নেগেভ ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য দখলদার ইসরাইল প্রকাশ করেনি।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে হামলার কাজে ওই দু’টি ঘাঁটি ব্যবহৃত হয়েছিল বলে কেবল সেখানেই হামলা চালানো হয়েছে; কোনো বেসামরিক স্থাপনা বা অর্থনৈতিক অঞ্চলকে টার্গেট করা হয়নি। তবে তেল আবিব যদি আবার কোনো সামরিক হঠকারিতা দেখায় তাহলে পরবর্তী হামলা হবে আরো কঠোর এবং তখন লক্ষ্যবস্তু হবে বিস্তৃত।
ইরানের সেনাপ্রধান জেনারেল মুসাভির হুঁশিয়ারি:
যেকোনো আগ্রাসন চালানো হলে ‘ঝঞ্ঝাক্ষুব্ধ ও সমন্বিত’ জবাব দেবে ইরান
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের ‘ঝঞ্ঝাক্ষুব্ধ ও সমন্বিত’ জবাব দেয়া হবে। তিনি গতকাল (সোমবার) ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জেনারেল মুসাভি বলেন, ইরানের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী এদেশের জন্য একটি মহা প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে। তিনি বলেন, ইরান গোটা বিশ্বের কাছে এ বার্তা পাঠিয়েছে যে, এদেশের জাতীয় স্বার্থ, সীমান্ত ও নিরাপত্তা বিপন্ন হলে ইরানের সশস্ত্র বাহিনী ‘ঝঞ্ঝাক্ষুব্ধ ও সমন্বিত’ জবাব দেবে।
ইরানের এই শীর্ষ কমান্ডার বলেন, দামেস্কের ইরানি কূটনৈতিক মিশনে দখলদার ইহুদিবাদীদের আগ্রাসনের যে কঠোর জবাব তেহরান দিয়েছে তাতে বিশ্বের সকল নির্যাতিত জাতি বিশেষ করে ফিলিস্তিনি জনগণ আনন্দিত হয়েছে।
জেনারেল মুসাভি বলেন, ইরান ‘সত্য প্রতিশ্রুতি অভিযান’ নামক যে পাল্টা আঘাত হেনেছে, তাতে ইরানের সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ প্রদর্শিত হয়েছে।
গত ১ এপ্রিল ইহুদিবাদী সেনারা সিরিয়া রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করে। এর প্রতিশোধ হিসেবে ইরান ১৩ এপ্রিল শনিবার রাতে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায়।
ইরানের ওই হামলার পর ইসরাইলের সকল অপকর্মের প্রধান সহযোগী আমেরিকা তেল আবিবকে ইরানের বিরুদ্ধে আবার কোনো হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। তবে বেপরোয়া ইসরাইল ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে।-পার্সটুডে