ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর খেলার সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আলাপচারিতা
২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট, এই ম্যাচটি হবে ৫ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।ফাইনাল ম্যাচও হবে একই মাঠে ১৯শে নভেম্বর।
গতবারের মতোই এবারও ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ হতে যাচ্ছে ১০ দলের।প্রথম পর্ব বা লিগ পর্বে ১০টি দলই সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে এই রাউন্ডের সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে।ভারতের প্রথম ম্যাচ ৮ই অক্টোবর পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বাংলাদেশের ম্যাচগুলো কোথায় ও কবে হবে
সাতই অক্টোবর শনিবার বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ধর্মশালায়, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ১০ই অক্টোবর মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে, ১৪ই অক্টোবর, শনিবার মাঠে গড়াবে এই ম্যাচটি।
বিশ্বকাপের মঞ্চে ভারত ও বাংলাদেশের ম্যাচ সবসময়ই বেশ আলোচনার জন্ম দেয় এবং দুই দলের শক্তিমত্তায় বেশ তফাৎ থাকার পরেও জমে ওঠে এই লড়াই।
এবারের বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের মধ্যকার বড় ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে ১৯শে অক্টোবর, পুনের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে এই ম্যাচটি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৪শে অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ।
২৮শে অক্টোবর ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও এক কোয়ালিফায়িং টিম মুখোমুখি হবে, শ্রীলঙ্কা বা জিম্বাবুয়ের ভালো সম্ভাবনা রয়েছে বিশ্বকাপের শেষ দুই দল হিসেবে উত্তীর্ণ হওয়ার।
কলকাতার ইডেন গার্ডেন্সেই বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে. এই ম্যাচটি হবে ৩১শে অক্টোবর মঙ্গলবার।
৬ই নভেম্বর, ভারতের দিল্লিতে বাছাইপর্বে উত্তীর্ণ হওয়া দ্বিতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
আর ১২ই নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
এক নজরে বাংলাদেশের ম্যাচগুলো
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, ৭ই অক্টোবর, ধর্মশালা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ১০ই অক্টোবর, ধর্মশালা
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ১৪ই অক্টোবর, চেন্নাই
- বাংলাদেশ বনাম ভারত, ১৯শে অক্টোবর, পুনে
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ২৪শে অক্টোবর, মুম্বাই
- বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার-১, ২৮ শে অক্টোবর, কলকাতা
- বাংলাদেশ বনাম পাকিস্তান, ৩১শে অক্টোবর, কলকাতা
- বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার-২, ৬ই নভেম্বর, দিল্লি
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, ১২ই নভেম্বর, পুনে
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটের জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তারা টাইগার্স বা বাংলার বাঘ নামেও পরিচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংক্ষেপে বিসিবি) এই দল পরিচালনা করে। বাংলাদেশ আইসিসি’র টেস্ট ও একদিনের আন্তর্জাতিক মর্যাদাপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভুক্ত।
১০ম টেস্টখেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলে। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। সেবারের টুর্নামেন্টে ৪ ম্যাচের ২ টি ম্যাচে তারা জয়লাভ করে এবং বাকি ২ টি ম্যাচে পরাজয় বরণ করে। এর সাত বছর পর ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে ক্রিকেটে তারা তাদের সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খেলে পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পায়। বিশ্বকাপে তারা পাকিস্তান এবং স্কটল্যান্ডকে পরাজিত করে।
১৯৯৭ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে খেলে আসছে। ২০০০ সালের ২৬ জুন তারা দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি’র সদস্যপদ লাভ করে। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মোট ১১৯ টি টেস্ট ম্যাচ খেলেছে এবং ১৪ টি ম্যাচে জয়লাভ করে। তারা সর্বপ্রথম টেস্ট জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। পরবর্তী টেস্ট দু’টো জিতে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে । এপ্রিল, ২০২৩ সালে বাংলাদেশ আইসিসি র্যাংকিং অনুযায়ী টেস্টে ৯ম, ওডিআইয়ে ৭ম এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিকের রেটিংয়ে ৯ম স্থানে অবস্থান করছে।
ওডিআই মর্যাদা প্রাপ্তি: ১৯৯৭ সালে |
টেস্ট মর্যাদা প্রাপ্তি: ২০০০ সালে |
তথ্য সূত্র: বিবিসি বাংলা,উইকিপিডিয়া