মেহেরপুরে টক অব দি টাউন
‘তারা কিসের ভয় দেখায়, আমি তো বুঝতে পারি না। আমার চেয়ে মস্তান বেশি আছে কেউ? আমার চেয়ে যন্ত্রপাতি কারও বেশি আছে? আমার চেয়ে কী টাকা তাদের বেশি আছে? তাহলে ভয় কিসের দেখায়?’- মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবলু বিশ্বাস
‘যারা আমার কাছে কাজ করে খেত কদিন আগে, তারা ভয় দেখায় কীসের। জমি তিন বিঘা কেইড়ি নেব। কেইড়ি নিলি পরে ভয় দেখানো বুঝি যাবে। সেই কাজটি কইরবই এইবার। আপনারা নৌকা মার্কা প্রতীকে ফরহাদ হোসেনকে ভোট দেবেন। জননেত্রীকে ভোট দেবেন। এখন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী।’
এমন মন্তব্য করায় দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন এ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মান্নান।
তিনি বলেন, ‘এভাবে জনসভায় যদি প্রার্থীদের এজেন্ট প্রবেশ করতে না দেয়ার হুমকি দেয়া হয়, তাহলে সাধারণ ভোটারদের মনে শঙ্কা তৈরি হবে; ভোট দিতে আসতে অনাগ্রহ দেখাবে। জননেত্রী শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
‘বিশেষ করে নৌকার নেতা-কর্মীরা প্রকাশ্যে এভাবে বক্তব্য দেয়ার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
চা স্টল থেকে সব ক্ষেত্রে তার এ বক্তব্য নিয়ে মুখরোচক আলোচনা চলছে।
তথ্যসূত্র: নিউজ বাংলা ২৪