তরুণ বয়সটাই জ্ঞান সাধনার বয়স ।। MD FIZZ ইউটিবার মেহেরপুর জেলার প্রথম ইউটিউব সিলভার বাটন পেয়েছেন
আলাপচারিতা Ruhul Quddus Tito
MD FIZZ ইউটিবার হিসেবে সফলতা লাভ করেছে সে জানিয়েছে আমার হাইস্কুল জীবন কেটেছে বাঁশবাড়িয়া স্কুল এরপর এইচএসসি ঢাকা মোহাম্মদ কেন্দ্রীয় কলেজ থেকে ২০১৮ সালে পাস করে চলে যায় ভারতের কলকাতায়।সেখানে হোটেল মেনেজমেন্টে এডমিশন হয়।বর্তমানে আমি থার্ড ইয়ারে আমার ইন্সটিটিউটের নাম ইন্টার ন্যাশনাল স্কুল অব হসপিটালিটি ম্যানেজমেন্ট২০১৯ সালে আমি বাংলাদেশ থেকে চলে যাই ভারতে পড়াশোনার উদ্দেশ্য এরপর আমার শুরু হয় ইউটিউবিং।
তারুণ্যের প্রতিক মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ছেলে MD FIZZ সোস্যাল মিডিয়ায় যার পেইজে ৬ লক্ষ ৩০ হাজার ফলোয়ার এবং ইউটিউবে ৪ লক্ষ ৬০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে । আলাপচারিতায় প্রচারিত সাক্ষাৎকার….