দেশ ও দলকে বড় লজ্জার হাত থেকে বাঁচাতে শরীরের অসহ্য যন্ত্রণা সহ্য করে ব্যাট চালিয়েছেন ম্যাক্সওয়েল তা বিস্ময়কর!
তীব্র যন্ত্রণায় মাঠে পড়ে গিয়েছিলেন। দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতাও ছিল না। উঠে যেতে চেয়েছিলেন অসি অলরাউন্ডার। কিন্তু হাল ছাড়েননি এক জন। তিনি শুধু ম্যাক্সওয়েলকে দাঁড় করিয়ে দিতে চেয়েছিলেন।
অস্ট্রেলিয়ার ক্রিকেটকে বড় লজ্জার হাত থেকে বাঁচানোর আর কেউ নেই। ম্যাক্সওয়েলকে নিশ্চিন্তে খেলার পরামর্শ দিয়েছিলেন। আশ্বাস দিয়েছিলেন, তাঁর কোনও বড় ক্ষতি হবে না। মূলত জোন্সের জন্যই একাধিক যন্ত্রণা উপেক্ষা করে ২২ গজে থেকে গিয়েছিলেন ম্যাক্সওয়েল।অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ফিজিয়ো নিক জোন্স
পিঠে ব্যথা। ডান পায়ে টান। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে যন্ত্রণা। আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাঠে শুয়েই পড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। একটা সময় মনে হয়েছিল, তিনি আর খেলতেই পারবেন না। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও পরিস্থিতি বুঝে অ্যাডাম জ়াম্পাকে তৈরি হওয়ার নির্দেশ পাঠান। কিন্তু মাঠ ছাড়তে হয়নি ম্যাক্সওয়েলকে।
অসি অলরাউন্ডারের শেষ পর্যন্ত মাঠে থাকতে পারার কৃতিত্ব এক জনের। তাঁর নাম নিক জোন্স। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ফিজিয়ো। ম্যাক্সওয়েল মাঠে পড়ে যেতেই ছুটে এসেছিলেন জোন্স। বেশ কিছু ক্ষণ ধরে নিজের মতো চেষ্টা করেন তিনি।ম্যাক্সওয়েলের শরীরে পেশিগুলিকে স্বাভাবিক করার চেষ্টা করেন নানা ভাবে। একই সঙ্গে সমানে অসি অলরাউন্ডারকে সাহস দিয়ে গিয়েছেন। সমানে বুঝিয়ে ছিলেন, কোনও ভাবেই ম্যাক্সওয়েলের মাঠ ছাড়া ঠিক হবে না। অস্ট্রেলিয়ার ক্রিকেটকে বড় লজ্জার হাত থেকে বাঁচানোর আর কেউ নেই। ম্যাক্সওয়েলকে নিশ্চিন্তে খেলার পরামর্শ দিয়েছিলেন। আশ্বাস দিয়েছিলেন, তাঁর কোনও বড় ক্ষতি হবে না। মূলত জোন্সের জন্যই একাধিক যন্ত্রণা উপেক্ষা করে ২২ গজে থেকে গিয়েছিলেন ম্যাক্সওয়েল।
মাঠে নেমে কী করেছিলেন জোন্স? অস্ট্রেলিয়া দলের ফিজিয়ো ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলেছেন, ‘‘আমরা সে সময় একটা প্রায় হেরে যাওয়া লড়াই লড়ছিলাম। এই রকম ঘটনা অস্বাভাবিক নয়। অনেক খেলোয়াড়ের এ রকম হয়। একেক জনের সমস্যা একেক রকম। অতিরিক্ত দৌড়লে পেশিতে এ রকম টান ধরে। ধারাবাহিক ভাবে দ্রুতগতিতে দৌড়লেও হয়। এমন ক্ষেত্রে সাধারণত যা করি সেটাই করেছি। বাড়তি কিছু চেষ্টা করিনি। ম্যাক্সওয়েলকে শান্ত রাখার চেষ্টা করেছি। আর সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করেছি। যেমন ম্যাক্সওয়েলের হৃৎস্পন্দন স্বাভাবিক করার চেষ্টা করেছি। শরীরে পেশিগুলো যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করেছি। ওকে বলেছিলাম, ‘তুমি যদিও এই অবস্থাতেও উঠে দাঁড়ানোর চেষ্টা কর, তা হলে উঠতে পারবে।’
জোন্স মেনে নিয়েছেন পরিস্থিতি বেশ কঠিন ছিল। তিনি বলেছেন, ‘‘প্রথমে ম্যাক্সওয়েলকে দেখে মনে হচ্ছিল, কেউ গুলি করে দিয়েছে। মৃত মানুষের মতো পড়ে ছিল মাটিতে। দু’পা-সহ শরীরের একাধিক জায়গায় টান ধরছিল ওর। এক সঙ্গে চার-পাঁচটা পেশিতে টান ধরলে পরিস্থিতি বেশ কঠিন হয়। ম্যাক্সওয়েলকে কয়েকটা স্ট্রেচ করানোর চেষ্টা করতে ও বলেছিল, ‘যা করা সম্ভব ছিল করেছি। আর কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। আমি মাঠ থেকে বেরিয়ে যেতে চাই।’ তখন ওকে বলেছিলাম, ঠিক আছে। আমাকে একটু চেষ্টা করতে দাও। তার পর তুমি রিয়াটার করে বেরিয়ে চল। সাজঘরে আরও চেষ্টা করব। পারলে পরে আবার নামবে ব্যাট করতে।’ সেই মুহূর্তে এর থেকে বেশি কিছু করা বা বলা আমার পক্ষে সম্ভব ছিল না।’’
জোন্স আরও বলেছেন, ‘‘সেই পরিস্থিতিতে ম্যাক্সওয়েলের পক্ষে খেলা চালিয়ে যাওয়া সত্যিই সম্ভব ছিল না। শরীরের বিভিন্ন জায়গায় টান ধরলে কী করে খেলবে! সেই সময় শরীরের প্রধান পেশিগুলোকে স্বাভাবিক অবস্থায় আনতেই হত। নিজে দাঁড়াতে পারবে, এমন একটা অবস্থায় আনতে চেয়েছিলাম। সেটা করতে করতেই ম্যাক্সওয়েলকে বলেছিলাম, ‘তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পার এবং না দৌড়লে আর কিছু ক্ষণ খেলতে পারবে। সমস্যা হবে না। তবে পারবে কি পারবে না, সেটা তুমিই সব থেকে ভাল বুঝতে পারবে।’’