দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে কোন বাধা রইলো না আওয়ামী লীগের
রুহল কুদ্দুস টিটো
দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ নির্বাচনে ২২৪টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ । অন্য ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল। বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে ফলাফলে পাওয়া যায় তিনটি দলের প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছেন। এবার তিনটি দল জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও কল্যাণ পার্টি। অন্য ২৫টি দলের কোনো প্রার্থী জয় লাভ করেনি।
খালি হাতে বিএনপির দলছুট নেতাদের নিয়ে গঠিত শমসের মুবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারের নেতৃত্বাধীন তৃণমূল বিএনপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের পর সবচেয়ে বেশি জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, ৬২টি আসনে। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। ২২৪ আসনে জয়ী হয়েছে নৌকা প্রতীকের প্রার্থীরা। এ জয়ের ফলে টানা চতুর্থ দফা সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এবারের নির্বাচনে অংশ নেয় ২৮টি।বিএনপির বর্জনে ২০১৪ সালের নির্বাচনে ১৫৩টি আসনে বিনা ভোটে জয় পায় আওয়ামী লীগ ও তাদের মিত্ররা। এই ভোট নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার যাতে সে রকম পরিস্থিতি না হয়, সে জন্য আগে থেকে সতর্ক ছিল আওয়ামী লীগ। এ কারণে তারা দলটির নেতাদের স্বতন্ত্র প্রার্থী হতে উৎসাহিত করে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলীয় স্বতন্ত্র প্রার্থীদের বাইরে ক্ষমতাসীন দলটির নেতৃত্বাধীন জোটের শরিক, মিত্র এবং ঘনিষ্ঠ কিছু দলও প্রতিদ্বন্দ্বিতায় ছিল।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে গোপালগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামুদ্দিন লস্কর পেয়েছেন ৮৬৯ ভোট।
আবারও জয়ী হয়েছেন জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রবীণ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, ডেপুটি স্পিকার শামসুল হক ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রমুখ ।
সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবারও জয়ী হয়েছেন। টানা পঞ্চমবার জয় পেয়েছেন আসাদুজ্জামান নূর। প্রথমবারের মতো রাজনীতিতে এসে নির্বাচনে বিজয়ী হয়েছেন আলোচিত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, চলচ্চিত্র তারকা ফেরদৌস আহমেদ।
গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গতকাল ভোট হয় ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ স্থগিত ছিল। দিনভর ভোটগ্রহণ শেষে রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম ফল ঘোষণা করেন। তাঁর কাছ থেকে প্রতিটি আসনের পূর্ণাঙ্গ ফল পাওয়া যাচ্ছিল। ভোররাতে তিনি ২৯৮টি আসনের ফল ঘোষণা হয়েছে উল্লেখ করে এই কার্যক্রম শেষ করে দেন।