১. কঠোর ভাষায় কথা বলো না (৩ : ১৫৯)
২. রাগ দমন কর (৩ : ১৩৪ ৩. অন্যের সাথে ভালো আচরণ কর (৪ : ৩৬)
৪. নিষ্ঠুর হয়ো না (৭ : ১৩) ৫. অন্যের ভুলকে ক্ষমা কর (৭ : ১৯৯)
৬. মানুষের সাথে নম্র ভাষায় কথা বল (২০ : ৪৪) ৭. আস্তে শব্দ কর (৩১ : ১৯)
৮. অন্যকে বিপদগ্রস্ত করো না (৪৯ : ১১) ৯. পিতা মাতার ওপর দায়িত্ববান হও (১৭ : ২৩)
১০. পিতা মাতার সাথে উফ শব্দটিও বলো না (১৭ : ২৩) ১১. না বলে পিতা মাতার ঘরে প্রবেশ করো না (২৪ : ৫৮)
১২. বকেয়া লিখে রাখ (২ : ২৮২) ১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করো না (২ : ১৭০)
১৪. ঋণ ফিরিয়ে দেওয়ার আরও সুযোগ দিতে হবে (২ : ২৮০) ১৫.সুদ নিও না (২ : ২৭৫)
১৬. ঘুষ খেয়ো না (২ : ১৮৮) ১৭. শর্ত ভেঙো না (২ : ১৭৭) ১৮. বিশ্বাস বজায় রাখো (২ : ২৮৩)
১৯. সত্যকে মিথ্যার সাথে মিলিয়ো না (২ : ৪২) ২০. মানুষের মাঝে সঠিক বিচার কর। (৪ : ৫৮)
২১. সুবিচারে কঠোর অবস্থান রাখো (৪ : ১৩৫) ২২. মৃত ব্যাক্তির সম্পদ তার পরিবারে সঠিকভাবে ভাগ করে দাও (৪ : ৭)
২৩. নারীদেরও উত্তরাধিকার হওয়ার নিয়ম আছে (৪ : ৭) ২৪. এতিমের সম্পত্তি গ্রাস করো না (৪ : ১০)
২৫. এতিমকে রক্ষা করো (২ : ২২০) ২৬. অন্যের সম্পদ কৌশলে গ্রাস করো না (৪ : ২৯)
২৭. মানুষের মধ্যে বিবাদ মিমাংসা কর (৪৯ : ৯) ২৮. সন্দেহ এড়িয়ে চল (৪৯ : ১২)
২৯. পিছে কান পেত না (২ : ২৮৩) ৩০. সাহায্যার্থে সম্পদ ব্যয় কর (৫৭ : ৭)
৩১. গরীবকে খাওয়াতে উৎসাহ প্রদান কর (১০৭ : ৩) ৩২. প্রয়োজনে সাহায্য করো (২ : ২৭৩)
৩৩. অপচয় করো না (১৭ : ২৯)৩৪. অতিথি আপ্পায়ন কর। (৫১:২৬) ৩৫. নিজে যাচাই করে অন্যকে করতে বল (২ : ৪৪)
৩৬. পৃথিবীতে কোন কিছুর অপব্যবহার করো না (২ : ৬০) ৩৭. যুদ্ধের সময় পালায়ন করো না (৮ : ১৫)
৩৮. যে যুদ্ধ করে শুধু তার সাথে যুদ্ধ কর। (২ : ১৯০) ৩৯. যুদ্ধে শিষ্টাচার বজায় রাখ। (২ : ১৯১)
৪০. ধর্মের ব্যাপারে জোর করো না (২ : ২৫৬)