পুরুষের স্বর্গ দান
মো: সিরাজুল ইসলাম
আমার পায়ের নিচে পড়ে থাকো,
কথা দিলাম স্বর্গ দেব।
বিশাল প্রাচীর পর্দা ঘেরা
ঝলমলে এক ব্যাক্তিগত স্বর্গ দেব।।
অন্ধকার, নিকষ কালো অন্ধকার,
চারিদিকে রুদ্ধ দ্বার,পথ নাই বাহিরে আসার,
খুলোনা হৃদয় দ্বার,
বসে থাকো চুপচাপ,একদম চুপচাপ,
ভিতরে তোমার,
পড়ে থাকো পায়ের তলায়,
কথা দিলাম স্বর্গ দেব।।
রথ যায় ডাক দিয়ে যায় বারবার,
ওরে আয় ছুটে আয় ভিতর থেকে বাহিরে আমার,
পথ যায় ডাক দিয়ে যায় বার বার,
ওরে আয় ছুটে আয় ভিতর থেকে বাহিরে আমার।
ফুল ফোটে, পাখি গায়, নদী ছাটে,
তবু তুমি চুপ চাপ,একদম চুপচাপ,
বসে থাকো হৃদয়ে তোমার
কথা দিলাম স্বর্গ দেব।।
হৃদয়ে আগুন জ্বেলে জ্বালিয়ে ছায় করে দাও,
আগুনের যা কিছু আধার।
সাদা সাদা হিম হিম বরফের মত
নিরব নিথর হয়ে,
বসে থাকো ঘরের ভিতর
পড়ে থাকো পায়ের নীচে,
কথা দিলোম স্বর্গ দেব।।