বাঁচতে চাওয়া শিল্পী আসলাম শিহিরের নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ৯:৩০ মিনিটে আমঝুপিতে আলি মাদ্রাসা প্রাঙ্গনে অনষ্ঠিত হবে
গত অক্টবর ২০২৩ সালে আবৃত্তিশিল্পী, নাট্যাভিনেতা, টিভি-রেডিওর উপস্থাপক ও সাবেক ছাত্রলীগ নেতা আসলাম শিহির থাইরয়েড ক্যান্সারে (এ্যানাপ্লাস্টিক কার্সিনোমা) আক্রান্ত। সুস্থতার জন্য দরকার উন্নত চিকিৎসা। আর এর জন্য প্রয়োজন ৬০ লাখ টাকার বেশি। বাঁচতে চাওয়া এই শিল্পী এবং তার পরিবার থেকে দোয়াসহ আর্থিক সহযোগিতার আবেদন করা হয়েছিল।আসলাম শিহির গত কয়েক মাস ধরে থাইরয়েড রোগে ভুগছেন।
থাইরয়েড ক্যান্সার শনাক্ত হওয়ার পর চিকিৎসকরা জানান, এই চিকিৎসা দেশের বাহিরে করাতে হবে এবং এর জন্য প্রয়োজন ৬০ লাখ টাকার বেশি। তাকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি শেষ হয়েছে। তাকে আর্থিক সহযোগিতার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল।
নাট্যঅভিনেতা আসলাম শিহির দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। গত বছরের অক্টোবরে জানা যায়, কয়েক মাস ধরে থাইরয়েড রোগে ভুগছেন তিনি। থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়ার জন্য তীব্র ব্যথা অনুভব করছিলেন। পরে ওই বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয় তাকে।
বিএসএমএমইউতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তার। কিন্তু দুর্ভাগ্যবশত অস্ত্রোপচার সফল হয়নি। পরে বায়োপসি ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার থাইরয়েড ক্যানসার (অ্যানা প্লাস্টিক ক্যানসার) হয়েছিল।
বাঁচতে চাওয়া এই শিল্পী আসলাম শিহির মারা গেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে নিজ বাসায় মৃত্য বরণ করেন । বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপকমিটির সদস্য অভিনেতা আসলাম হোসেন শিহির মেহেরপুরের সন্তান।মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য ছিলেন আসলাম শিহির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির একজন সক্রিয় সদস্য ছিলেন।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুইবার সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন আসলাম শিহির। এর আগে মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
আজ বিকেল ৪টায় শিহিরকে শেষ শ্রদ্ধা ও নামাজে জানাজার জন্য ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নেয়া হয় । আগামীকাল বুধবার সকাল ৯:৩০ মিনিটে তার দেশের বাড়ি আমঝুপিতে আলি মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা আনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।