বিপুল আশা আর ক্লান্তিহীন উৎসাহ নিয়ে পথ চলে কাঙ্খিত সপ্নের সারথি জাহাজের ক্যাপ্টেন আবু মোহাম্মদ সালেহ শুভ
মঙ্গলবার ১৬ই জানুয়ারি ২০২৪ রাত্রি ৮ঃ৩০ মিনিটে ‘আলাপচারিতায়’ ছিলেন ক্যাপ্টেন আবু মোহাম্মদ সালেহ Abu Mohammad Saleh
মেহেরপুরের তরুণ প্রজন্মের একজন আবু মোহাম্মদ সালেহ অনেক চড়াই উৎরাই পেরিয়ে তার বিপুল আশা আর ক্লান্তিহীন উৎসাহ নিয়ে পথ চলে কাঙ্খিত সপ্নের সারথি জাহাজের ক্যাপ্টেন আবু মোহাম্মদ সালেহ শুভ।
তরুণ নামের জয়-মুকুট শুধু তাহার—যাহার শক্তি অপরিমাণ, গতি-বেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ়-মধ্যাহ্নের মার্তণ্ড-প্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অতল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।- কাজী নজরুল