মুকেশ আম্বানির ছেলের বিয়ে
অর্থের কদর্য প্রদর্শনী? এ এক নতুন ইতিহাস
বিগেস্ট অ্যান্ড ফ্যাটেস্ট’ – সেই বিবাহবাসরটিই আজ অনুষ্ঠিত হচ্ছে মুম্বাইতে । বিরাট জাঁকজমকে বা বলিউড-মার্কা চোখধাঁধানো আড়ম্বরে পরিবারের বিয়ে আয়োজন
আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের একটা পরিচিতি ‘বিগ ফ্যাট ওয়েডিং’-এর দেশ হিসেবে। ভারতের ধনকুবের আর সেলেব্রিটিরা বিরাট জাঁকজমকে বা বলিউড-মার্কা চোখধাঁধানো আড়ম্বরে পরিবারের বিয়ে আয়োজন করতে ভালবাসেন, এ কথা প্রায় বিশ্বসুদ্ধু লোক জানেন।
সেই বিগ ফ্যাট ওয়েডিং-এর দেশেও যেটি তর্কাতীতভাবে সর্বকালেন ‘বিগেস্ট অ্যান্ড ফ্যাটেস্ট’ – সেই বিবাহবাসরটিই আজ অনুষ্ঠিত হচ্ছে মুম্বাইতে।
কারণ গত কয়েক মাস ধরে একের পর এক প্রাক-বিবাহ অনুষ্ঠানমালার শেষে আজ চার হাত এক হচ্ছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের। আজ শুক্রবার (১২ জুলাই) ‘শুভ বিবাহ’ অনুষ্ঠানের পরও তিনদিন ধরে চলবে মুম্বাইতে সেই আনন্দ আয়োজন, যার শুরু হয়েছিল সেই মার্চ মাসের গোড়ায় গুজরাটে আম্বানিদের পৈতৃক ভিটে যেখানে, সেই জামনগরে।
খরচের বহরে, ধূমধামের মাত্রায় কিংবা অতিথি তারকাদের দ্যুতিতে উজ্জ্বল এমন অবিস্মরণীয় বিয়ের আসর ভারতেও কেউ কস্মিনকালে দেখেনি!
সিএনএন লিখেছে, গোটা ভারত যেন ‘ট্রান্সফিক্সড’ হয়ে গেছে – মানে বিস্ময়ে অভিভূত হয়ে হাত-পা নাড়াতেও ভুলে গেছে!
বিয়েতে অতিথির তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে দেশের সব নামী-দামী রাজনীতিবিদ। শাহরুখ-আমির-সালমানের মতো বলিউডের ‘খান ত্রয়ী’ থেকে শুরু করে হালের রণবীর কাপুর-আলিয়া ভাটের মতো তারকারা – বাদ নেই তারাও।
আবার ক্রিকেট তারকাদের বাদ দিয়ে ভারতে যে কোনও উত্সবই অসম্পূর্ণ, তা ছাড়া আম্বানি পরিবার নিজেরাই আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসেরও মালিক – কাজেই রোহিত শর্মা ও তার বহু সতীর্থও থাকবেন আসর আলো করে।
অর্থের কদর্য প্রদর্শনী?
মার্চ মাসের গোড়ায় যখন মহাসমারোহে আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ের প্রাক-বিবাহ অনুষ্ঠানমালা চলছে, তখন দেশের সুপরিচিত আইনজীবী ও অ্যাক্টিভিস্ট প্রশান্ত ভূষণ একটি বিতর্কিত টুইট করেছিলেন।
তিনি তাতে লেখেন, “এই প্রি-নাপ এক্সট্রাভ্যাগেনজার নামে অর্থ ও ক্ষমতার যে কদর্য ও অশ্লীল প্রদর্শনী চলছে তা রীতিমতো বমির উদ্রেক করে।“
“আমাদের দেশের তারকারা যে নিজেদের এভাবে ছোট করে সেই জোয়ারে গা ভাসাতে পারেন, সেটাও চরম লজ্জার একটা অসুখ। আর দেশের মূল ধারার মিডিয়া যে এই ইভেন্ট নিয়ে আবেগে থরথর, সেটাও তাদের দেউলিয়াপনারই পরিচয়!”
এই মন্তব্যের পর দেশে বহু মানুষ সামাজিত মাধ্যমে প্রশান্ত ভূষণকে যেমন সমর্থন করেছেন, তেমনি অনেকে আবার গালিগালাজেও ভাসিয়ে দিয়েছেন।
প্রবাসী ভারতীয়দের একটি প্ল্যাটফর্ম ‘ইন্ডিয়াফোরামস’-এ নরওয়ে-প্রবাসী একজন মহিলাও লিখেছেন – যেভাবে আম্বানি এখানে টাকা ওড়াচ্ছেন তা শুধু দৃষ্টিকটু ও ‘ভালগার’ই নয়, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের জন্য চরম অমর্যাদাকরও বটে!
“আর আম্বানির পয়সার টোপে বলিউডের যে অভিনেতারা বাঁদর নাচ নাচতেও রাজি, তাদের জন্য শেম!”, বলছেন তিনি।
ওই ফোরামে শত শত সদস্য তাকে সমর্থন জানিয়েছেন, একজন তো এমনও লিখেছেন, “বিশ্বে কত শত ধনী পরিবার আছেন, যারা নিজেদের পারিবারিক অনুষ্ঠান ‘প্রাইভেট’ রাখতে পছন্দ করেন – প্রায় লোকচক্ষুর আড়ালেই নিভৃতে তারা নিজেদের আনন্দ উদযাপন করেন!’’
“আর এই দেখুন আম্বানিদের, যারা ঠিক করেছেন নিজেদের পয়সার গুমোর সারা দুনিয়াকে দেখিয়েই ছাড়বেন!”, লিখেছেন তিনি।
ভারতেও অনেকে এভাবে ‘টাকা ওড়ানো’র নিন্দা করেছেন, তাদের সুরে সুরে মিলিয়েছেন পাকিস্তানের সিনেমা অভিনেত্রী ও তারকা জোয়া নাসিরও!
অনেক ভারতীয়র মতো জোয়া নাসিরও লিখেছেন, যে দেশে বহু মানুষের দুবেলা আজও ভরপেট খাবার জোটে না, সেখানে এরকম আচরণ মেনে নেওয়া যায় না!
এই বিয়ের জন্য গুজরাটের ছোট শহর জামনগরের ততোধিক ছোট এয়ারপোর্টকে যেভাবে সাময়িকভাবে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দেওয়া হয়েছিল, তারও তীব্র সমালোচনা করেছেন অনেকে।
প্রবীণ সাংবাদিক হরিশ খারে পাত্র অনন্ত আম্বানির মা নীতা আম্বানিকে খোলা চিঠি লিখে বিদ্রূপ করেছেন, “আপনাদের অনুরোধে জামনগরকে রাতারাতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানোর সময় সরকার জাতীয় নিরাপত্তার যে সংজ্ঞা দেয়, উমর খালিদের জামিনের শুনানির সময়ও তারা যদি সেই একই সংজ্ঞা মেনে নিত!”
‘নীতা বেন’-কে লেখা ওই চিঠিতে তিনি অবশ্য তাকে ধন্যবাদও দিয়েছেন একটা কারণে – প্রধানমন্ত্রী মোদীর আহ্বানে সাড়া দিয়ে এই সব ডেস্টিনেশন ভারতের বাইরে না-করে দেশের মাটিতে করার জন্য।
তবে গত মধ্যরাত থেকে এই বিয়ের মঞ্চ, মুম্বাইয়ের ‘জিও কনভেনশন সেন্টার’ অভিমুখী সমস্ত রাস্তা যে শহরের পুলিশ তিন দিনের জন্য বন্ধ করে দিয়েছে সেটাও মানতে পারছেন না বহু মুম্বাইবাসী।
মুম্বাই পুলিশ যুক্তি দিয়েছে, একটা ‘পাবলিক ইভেন্টে’র জন্যই এই সিদ্ধান্ত।
কিন্তু শহরের নাগরিকদের প্রশ্ন, একজন শিল্পপতির ছেলের বিয়ে বা প্রাইভেট ইভেন্টকে কি কতৃর্পক্ষ কীভাবে সরকারি অনুষ্ঠানের তকমা দিতে পারে?
তথ্যসূত্র; বিবিসি