মুজিবনগর ইতিহাসের পাতার ঐতিহাসিক সাক্ষী মেহেরপুরের সন্তান চির বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সেন্টু
আলাপচারিতা
১৯৭১ সালে মুজিবনগর সরকারকে গার্ড অব অনারের সময় জাতীয় সংগীত পরিবেশনকারী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সেন্টু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৮) বছর।
বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সেন্টু মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার নওয়াজেস আলী খান এর ছেলে, মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন প্রভাষক নুরুল আহমেদের বড় ভাই এবং মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতুর ভগ্নিপতি।
তিন ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরে প্রথম সরকার গঠনের শপথ গ্রহন অনুষ্ঠানে ১ ম সরকারকে গার্ড অব অনার অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন দলের অন্যতম সদস্য , সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক জেনারেল ম্যানেজার, আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন আহমেদ সেন্টু শনিবার বিকেলে ঢাকা উত্তরা ১৪নম্বর সেক্টরে নিজ বাসায় ইন্তেকাল করেছেন ।
গত শনিবার বিকেলের দিকে ঢাকা উত্তরার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সেন্টুর স্ত্রী, এক পুত্র এক কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে।
শাহাবুদ্দিন আহমেদ সেন্টু ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলা আম্র কাননে প্রবাসী সরকারের শপথ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশনকারী অন্যতম সদস্য ছিলেন। একই সাথে সেন্টু ঢাকা আবাহনী ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।