মুজিবনগর বিশ্ববিদ্যালয় দেশের ৫৩তম বিশ্ববিদ্যালয় ।। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি সংসদে বিল পাস ।। ১৩ নভেম্বর ২০২৩ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নিয়োগ
রুহুল কুদ্দুস টিটো
মুজিবনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সরকারের অথার্য়নে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ৯ ডিসেম্বর ২০২০ এ বিশ্ববিদ্যালয়টি মেহেরপুর সদরে স্থাপনের জন্য অনুমোদন প্রদান করে।
২০২২ সালের ২৮ মার্চ দেশের ৫৩তম বিশ্ববিদ্যালয় হিসেবে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুরকে অনুমোদন দেয় মন্ত্রীসভা। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি সংসদে বিল পাস হয়।
১৩ নভেম্বর ২০২৩ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ড. রবিউল ইসলাম ।
মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী দিপু মনি সংসদে উপস্থাপন করেন। পরে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সেগুলো শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, “উচ্চ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যয়ে উচ্চ শিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি এবং সম্প্রসারণের লক্ষ্যে এ দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের চাকরির শর্তাবলী নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো বেতনভোগী শিক্ষক ও কর্মচারী সংসদ সদস্য বা স্থানীয় সরকারের কোনো পদে নির্বাচনে প্রার্থী হতে চাইলে ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে ইস্তফা দেবেন।
বিলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ–১৯৭৩ এর বিধানাবলি পরিপালন করতে হবে। রাষ্ট্রপতি হবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। তিনি নির্ধারিত শর্তে ‘স্বনামধন্য’ একজন শিক্ষাবিদকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ করবেন।
কোনো ব্যক্তি একাদিক্রমে বা অন্য কোনোভাবে উপাচার্য হিসেবে দুই মেয়াদের বেশি সময়ের জন্য নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না। আচার্য যে কোনো সময় উপাচার্যের নিয়োগ বাতিল করতে পারবেন।
মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আইন পাশ করেছে সংসদ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ সদস্যদের ভোটে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিল ২০২৩ এর অনুমোদন দেয় সংসদ। এদিন সংসদ অধিবেশনে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব টেবিলে তা উপস্থাপিত হয়। এটি দেশের ৫৩ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে।
২০২০ সালের ২৫শে জুন শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিকট মেহেরপুর সদরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ স্থাপনের বিষয়ে জরিপ প্রতিবেদন চায়। সেই সুপারিশের ভিত্তিতে মুজিবনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় অনুমোদন পায়।[৬] ২রা ফেব্রুয়ারি ২০২৩ মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আইন পাশ করেছে সংসদ।ঐ দিন বিকেলে সংসদ সদস্যদের ভোটে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিল ২০২৩ এর অনুমোদন দেয় সংসদ। এদিন সংসদ অধিবেশনে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব টেবিলে তা উপস্থাপিত হয়।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ড. রবিউল ইসলাম (১৩ নভেম্বর ২০২৩-বর্তমান)
মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। আগামী চার বছরের জন্য তাকে প্রেষণে নিয়োগে দেওয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজেন যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়।
অধ্যাপক ড. রবিউল ইসলামের জন্ম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়। তিনি ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে যোগদান করেন। ২০১৮ সালে তিনি রাবির শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।
তিনি দুর্যোগ ও ব্যবস্থাপনায় এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ২০১০ সালে এমএসসি সম্পন্ন করেন। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার ম্যাকুয়ায়ি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তথ্যসূত্র: উইকিপিডিয়া