সমাজ বদলে দেয়ার জন্য একজন মানুষের অদম্য ইচ্ছাই যথেষ্ট-
মেহেরপুরের কৃতি সন্তান আম্বিয়া বেগম অন্তরা তাদেরই একজন
আম্বিয়া বেগম অন্তরা যখন প্রথম আমেরিকায় যান তখন মুখোমুখি হন নানারকম প্রতিকূলতার নিউ ইয়র্ক স্টেটের আইন মেনে তিনি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠানটি মধ্য আমেরিকায় গড়ে তুলেছেন অভিবাসীবান্ধব নন প্রফিট অর্গানাইজেশন এম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ইডিপি (Empowering Development Project) এ ছাড়াও তিনি Chairman & CEO at Creative tailors & fashion। ইডিপি’র প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি মিসেস আম্বিয়া বেগম একজন এন.জি.ও. ব্যক্তিত্ব।বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এন.জি.ও. সেক্টরে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
আলাপচারিতা Ruhul Quddus Tito ,Tito Quddus, Ruhul Quddus Tito ফেসবুক আইডিতে ছিলেন আলাপচারিতায় ছিলেন মেহেরপুরের মেয়ে কৃতি সন্তান
আম্বিয়া বেগম অন্তরা আমেরিকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আপনাদের সাথে।