মেহেরপুর-২ আসনে ডা: আবু সালেহ মােহাম্মদ নাজমুল হক সাগর (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন
মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা: আবু সালেহ মােহাম্মদ নাজমুল হক সাগর (নৌকা) প্রতীক নিয়ে ২৩হাজার ১৩৫ ভােট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি মােট ভােট পেয়েছেন ৭২ হাজার ৭২৮।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মকবুল হােসেন ( ট্রাক) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৫৯৩ ভােট। এ আসনে মােট ভােটার সংখ্যা সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৯২৯। পােল হয়ে ৪৮ % ভােট। এ আসনটিতে মোট ২ লাখ ৫৫ হাজার ৯২৯ ভোট। ভোট প্রদানের হার ৪৮ ভাগ।