‘ল-গার্ডেন’
মেহেরপুরের এডভোকেট স্বর্গীয় প্রভাস ভট্টাচার্য যথার্থ নামকরণ করেছিলেন বাড়িটির
আলাপচারিতা Ruhul Quddus Tito
১৯১৩ সালে মেহেরপুরের মহকুমা আদালতে তখনকার সময়ের নামকরা ডাকসাইটের উকিল বলতে নলীনাক্ষ ভট্টাচার্যকে
কে না চিনতো ।
আইন পেশায় তাঁর যেমন দক্ষতা ছিল তেমন তিনি ছিলেন ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তি। আজও অনেক প্রবীণের কাছে এখনো নলীনাক্ষ ভট্টাচার্য ঐতিহ্যবাহী আইনজীবীর নাম। তাঁর জুনিয়র আইনজীবী হিসেবে তাঁর সাথে আইন পেশার হাতে খড়ি নিয়েছিলেন মেহেরপুরের আরেক নামকরা একভোকেট মরহুম আব্দুর রাজ্জাক।
মেহেরপুর জেলার আদি বাসিন্দা ছিলেন তিনি ‘৪৭এ দেশভাগ হলো তিনি দেশ ছেড়ে যাননি আইন পেশায় তিনি মানব সেবা করে গেছেন মেহেরপুরে।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে ছিল তাঁর আদি নিবাস। আজ থেকে প্রায় ১১৩ বছর আগে নিবাস গড়েছিলেন মেহেরপুর শহরের হোটেল বাজার প্রাণ কেন্দ্রে ।
স্বর্গীয় নলীনাক্ষ ভট্টাচার্য, তারপুত্র স্বর্গীয় প্রভাস ভট্টাচার্য ছিলেন আইনজীবী ।
নলীনাক্ষ ভট্টাচার্যের বংশানুক্রমিক ভাবে আইন পেশায় স্বর্গীয় প্রভাস ভট্টাচার্য এবং তার দু’সন্তান অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য তরুণ মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং প্রলয় ভট্টাচার্য তন্ময় হাউস বিল্ডিং কর্পোরেশনের আইন বিষয়ক উর্ধ্বতন কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারের অন্যতম সন্তান স্বর্গীয় নলীনাক্ষ ভট্টাচার্য (১৯১৩-১৯৬৭) আইন পেশায় যুক্ত ছিলেন। তিনি মেহেরপুর বার কাউন্সিলের সভাপতি ছিলেন।
নলীনাক্ষ ভট্টাচার্যের জ্যেষ্ঠ সন্তান স্বর্গীয় প্রভাস ভট্টাচার্য বাবার আইন পেশার সাথে যুক্ত হয়ে দীর্ঘ সময় মেহেরপুর কোর্টে আইন ব্যবসা পরিচালনা করে পারিবারিক খ্যাতি ও সুনাম বৃদ্ধি করেন।
স্বর্গীয় এডভোকেট প্রভাস ভট্টাচার্য এই পেশাকে ভালবেসে এবং এই পেশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বাড়িটির নামকরণ ‘ল-গার্ডেন’ করেন।
২০১২ সালের ডিসেম্বর মাসে অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য তাদের ‘ল গার্ডেন’ এর শতবর্ষ পালন করেছিলেন। পারিবারিক আইন পেশায় শতবর্ষ টিকে থাকা মেহেরপুরের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।
প্রভাস ভট্টাচার্য জীবদ্দশায় জেলার সকল প্রগতিশীল সংগঠন ও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মেহেরপুর পৌরসভার কমিশনার নির্বাচিত হয়েছিলেন।
প্রভাস ভট্টাচার্যের জেষ্ঠ্য সন্তান অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য তরুণ জেলা জর্জ কোর্টে সফলতার সাথে আইন ব্যবসা পরিচালনা করছেন।
পল্লব ভট্টাচার্য জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ছিলেন। বর্তমানে মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রভাস ভট্টাচার্যের দ্বিতীয় সন্তান প্রলয় ভট্টাচার্য তন্ময় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে বি.এ সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। হাউস বিল্ডিং কর্পোরেশনের আইন বিষয়ক উর্ধ্বতন কর্মকর্তা নিযুক্ত ছিলেন।সম্প্রতি তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।
‘ল-গার্ডেন’মেহেরপুরের এডভোকেট স্বর্গীয় প্রভাস ভট্টাচার্য যথার্থ নামকরণ করেছিলেন বাড়িটির।
এক ক্লিকেই https://alapcharita.com/
আমাদের মেহরপুর ও বাংলাদেশের
জানা অজনা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি প্রসংঙ্গ কথা
সাংবাদিক লেখক সাহিত্যক মুক্তিযোদ্ধা শিক্ষক নানা পেশার আলোকিত জনের সাথে অলাপচারিতা আগামী প্রজন্মের স্বার্থে Tito Quddus ফেসবুক আইডিতে এবং আলাপচারিতা Ruhul Quddus Titoআইডিতে,ওয়েবপেজে এবং ইউটিউবে আমরা আছি আপনাদের সাথে।
All reactions:
7