শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৭৮ জনের বিরুদ্ধে রংপুরে হত্যা মামলা
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফটো সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহিরের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আবু তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে রোববার সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। রংপুর জজ কোর্টের আইনজীবী এ এস এম মাহমুদুল হক সেলিম এই তথ্য নিশ্চিত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ শে জুলাই আব্দুল্লাহ আল তাহিরগুলিতে নিহত হন। তার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং সাবেক সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের দুই নম্বর আসামি করা হয়েছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
সেইসাথে রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, এডিসি ক্রাইম উৎপল কুমার রায়, এডিসি নুর ইসলাম পাটোয়ারী, কোতয়ালী থানার ইনচার্জ মোন্তাসির বিল্লাহ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ারহোসেনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এদিকে ফল ব্যবসায়ী মেরাজুল হত্যা মামলায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২১ জনকে আসামি করে মামলা হয়েছে। মেরাজুলের মা আম্বিয়া বেগম মামলাটি দায়ের করেন।
একইদিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলায় ১৭ জনকে আসামি করা হয়। ফলে তিনটি মামলায় মোট আসামির সংখ্যা ৭৮।