সাকিবের বদলে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন কুষ্টিয়ার ছেলে এনামুল হক বিজয়
আলাপচারিতা
যদিও বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার কোনও সুযোগ নেই বাংলাদেশের সামনে। লিগ পর্বে বাকি একটি ম্যাচ। সেই ম্যাচের জন্য শাকিবের জায়গায় এনামুল হক বিজয় ।
এবার বাংলাদেশের বিশ্বকাপ দলে সাকিব আল হাসানের পরিবর্তে এনামুল হক বিজয়কে ডাকা হয়েছে। চোটের কারণে সাকিবের বিশ্বকাপ শেষ ফিরছেন দেশে। আর বিজয় অস্ট্রেলিয়া ম্যাচ ধরতে উড়াল দিচ্ছেন ভারতে। এদিকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ইভেন্ট টেকনিক্যাল কমিটি বাংলাদেশ দলে সাকিব আল হাসানের পরিবর্তে এনামুল হক বিজয়কে অনুমোদন দিয়েছে।
এনামুল হক বিজয়উইকেট-রক্ষক এবং ডানহাতি ব্যাটসম্যান ২০১২ সালের ৩০শে নভেম্বর ২০১২-১৩ মৌসুমের ওয়েস্ট-ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের মাধ্যমে তার ওডিআই অভিষেক হয় ।ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই তিনি পূর্ণ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক। এছাড়া অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত আইসিসি ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি।
বিজয়ের ২০১২ সালের ৩০ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে অভিষেক হয়। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করে প্রমাণ করেছিলেন নিজের সামর্থ্য। বাংলাদেশের পক্ষে ওডিআই ক্রিকেটে যৌথভাবে দ্রুততম এক হাজার রান সংগ্রাহক হলেন এনামুল হক বিজয়।
বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়। বুধবার (৮ নভেম্বর) ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
বিশ্বকাপে দলের সাথে যুক্ত হওয়াকে তিনি গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশিষ্ট একটি ম্যাচে সুযোগ পেলেও দলের জন্য অবদান রাখতে চান তিনি। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মানছেন তিনি। ক্যাচ ধরে হোক অথবা ব্যাটিংয়ে দলের জয়ে অবদান রাখতে চান বিজয়।
বিশ্বকাপে আর খেলতে পারবেন না বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শাকিবের বাঁহাতের আঙুল ভেঙে গিয়েছে। তাই মঙ্গলবার তিনি দেশে ফিএসেছেন । তাঁর পরিবর্ত হিসাবে নিয়মরক্ষার একটি ম্যাচের জন্য বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন এনামুল হক।
অলরাউন্ডার শাকিবের পরিবর্ত হিসাবে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের জন্য নিয়ে আসছে উইকেটরক্ষক-ব্যাটারকে। ৩০ বছরের আনামুল ২০১২ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বাংলাদেশের হয়ে ৫টি টেস্ট, ৪৫টি এক দিনের ম্যাচ এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। গত সেপ্টেম্বর মাসে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে শেষ বার বাংলাদেশের হয়ে খেলেছিলেন আনামুল। সেই ম্যাচে তিনি ৪ রান করেছিলেন। সাফল্য না পাওয়ায় বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি। তবে শাকিবের পরিবর্ত হিসাবে শেষ বেলায় বিশ্বকাপ খেলতে ভারতে আসছেন তিনি।
শাকিবের আর বিশ্বকাপে খেলার সম্ভাবনা না থাকায় বাংলাদেশ পরিবর্ত ক্রিকেটারের জন্য আবেদন করেছিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টেকনিক্যাল কমিটি বিষয়টি খতিয়ে দেখে অনুমতি দিয়েছে। শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার পর সোমবার রাতে এক্স-রে করানো হয় শাকিবের। এক্স-রে রিপোর্টে দেখা গিয়েছে তাঁর আঙুলের হাড় ভেঙেছে। শাকিবের সুস্থ হবে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।
বিশ্বকাপে বাংলাদেশের বাকি রয়েছে একটি ম্যাচ। টানা ছ’ম্যাচ হারায় সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল। আগামী ১১ নভেম্বর লিগ পর্বের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ পর্যন্তও দলের সঙ্গে থাকলেন না শাকিব।
তথ্য সূত্র: উইকিপিডিয়া, আনন্দবাজারপত্রিকা