সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। সব পলাতক আসামিকে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মামলায় পলাতক আসামি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোরের সহযোগিতা চাইবে সরকার। এ লক্ষ্যে শিগগিরই জারি করা হবে রেড অ্যালার্ট। এ কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালিন সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা জুলাই-আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। সব পলাতক আসামিকে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
রবিবার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, ‘খুব দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে। পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে, মানুষকে বিভ্রান্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিমে একটি ভিত্তিহীন অভিযোগ করে মামলা হয়েছে বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অভিযোগ যেকোনও ব্যক্তিই করতে পারে। আমরা এসবে গুরুত্ব দিচ্ছি না।’
জারিকৃত গ্রেফতারি পরোয়ানায় শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ ৪৬ আসামির নাম রয়েছে। তাদেরকে আগামি ১৮ নভেম্বর হাজির করার কথা রয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা তথা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত কোনো মামলায় এটিই ছিলো প্রথম পরোয়ানা। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও এটি প্রথম পরোয়ানা। এর মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। ওয়ারেন্টভুক্ত ৪৬ আসামির মধ্যে আপিল বিভাগের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, ড. জাফর ইকবাল এবং বেশ কিছু পুলিশ কর্মকর্তার নাম রয়েছে। তবে পরোয়ানাভুক্ত সবার নাম প্রকাশ করা হয়নি।
তথ্যসূত্র: বাংল ট্রিবিউন,ইনকিলাব