সুমনা রহমান
মেহেরপুরের জনপ্রিয় সংগীত শিল্পী
জাতীয় অর্জন কম নয়
আলাপচারিতা
সুমনা রহমানের জন্ম, স্কুলও কলেজ জীবন কেটেছে ঢাকাতে।
বৈবাহিক সূত্রে মেহেরপুরের স্থায়ী বাসিন্দা এবং নাগরিক।
মেহেরপুরের শিল্পী সুমনা রহমান। ছোটবেলা থেকেই গান তার সঙ্গী। আধুনিক গান তার পছন্দের শীর্ষে। গাইছেন ফোক এবং রবীন্দ্রসংগীতও। ২০০৮ সালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় আধুনিক গানে অর্জন করেছেন শ্রেষ্ঠ মান।
শিল্পী সুমনা রহমান ঢাকার মেয়ে হলেও বৈবাহিক সূত্রে মেহেরপুরে বসবাস।
২০১৯ এ সুমনা রহমান ৩০ হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে সিলন সুপার সিঙ্গার রিয়েলিটি শো-তে রানার্স আপ হয়ে দেশের সংগীত প্রেমী সকলের দৃষ্টি কেড়েছেন।
এর আগে বেঙ্গল ফাউন্ডেশন সহ একাধিক সংগীত রেকডিং প্রতিষ্ঠান থেকে তার গানের একাধিক এ্যালবাম বের হয়েছে। এখন তিনি নিয়মিতভাবে বিভিন্ন টেলিভিশনে সংগীত পরিবেশন করে সংগীত প্রিয়দের মন জয় করে চলেছেন।
জাতীয় অর্জনঃ বেঙ্গল ফাউন্ডেশন কতৃক সারা বাংলাদেশ ব্যাপী বেঙ্গল বিকাশ কার্যক্রমে আধুনিক গানে শ্রেষ্ঠ মান অর্জনকারী এবং সম্প্রতি এন টিভিতে অনুষ্ঠিত রিয়েলিটি শো “সিলন সুপার সিঙ্গারে” সারাদেশে ফাষ্ট রানার আপ এর গৌরব অর্জন।
মিডিয়াঃবি টিভি সহ বিভিন্ন বেসরকারী টি ভি চ্যানেলের এনলিষ্টেড সংগীত শিল্পী।
*সুমনা রহমান থাকছেন আলাপচারিতায় আপনাদের সাথে ২৮ আগষ্ট ২০২২