৭ দিনের যুদ্ধবিরতি শেষে গাজায় আবার আগ্রাসন শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল
হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সাত দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার আগ্রাসন শুরু করেছে দখলদার সেনারা। গাজাভিত্তিক হামাসের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, উত্তর গাজায় এরইমধ্যে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এছাড়া, গাজার উত্তর-পশ্চিমাঞ্চলে দুই পক্ষের গোলা বিনিময়ের ঘটনা ঘটেছে।
শেষ মুহূর্তে ইসরাইল হামাসের সাথে যুদ্ধবিরতির অবসানের কথা জানায়। তারা দাবি করেছে, গাজা থেকে হামাস রকেট ছুঁড়েছে, সেজন্য তারা যুদ্ধবিরতির অবসান ঘটাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে- ইসরাইল আগে থেকেই বলে আসছিল- যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেই তারা আবার গাজায় আগ্রাসন চালাবে। আল-জাজিরা বলছে, ইসরাইলি বাহিনী উত্তর গাজায় বিমান হামলা করেছে।
এর আগে কাতার, মিশর ও আমেরিকাসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উদ্যোগে হামাস ও ইসরাইলের মধ্যে প্রথমত চারদিনের যুদ্ধবিরতির চুক্তি হয়। এরপর তা দুই দফায় তিনদিন বাড়ানো হয়। গতকাল (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। গতকাল ইসরাইলের কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি এবং ১০ জন ইসরাইলি বন্দী মুক্তি পেয়েছে।
তথ্যসূত্র:পার্সটুডে