যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃতের নিশ্চিত সংখ্যা এখন ৯৩ বলে কর্মকর্তারা বলছেন। তবে এখনো শত শত লোক নিখোঁজ রয়েছে এবং হাওয়াইয়ের গভর্নর জস গ্রীন বলেছেন, মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে।
তিনি জানান, আরো বহু নিহতের মৃতদেহ শনাক্ত করার অপেক্ষায় আছে।
দাবানলে মাউইয়ের ঐতিহাসিক শহর লাহাইনার এক বড় অংশই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এ শহরটিসহ বেশ কিছু এলাকায় এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে অগ্নিনির্বাপন কর্মীরা জানাচ্ছেন।
লাহাইনা থেকে সরিয়ে নেয়া বাসিন্দারা বলেছেন, তাদের কারো কারো বাড়িতে লুটপাট হয়েছে, তবে পুলিশ এ খবর নিশ্চিত করেনি।
মাউই দ্বীপের পশ্চিমাংশে অনুসন্ধানী দলগুলো এখনো দাবানলের শিকারদের খুঁজছে। ফেডারেল কর্মকর্তা জেরেমি গ্রীনউড বলেছেন, প্রায় ১,০০০ লোকের সাথে এখনো যোগাযোগ করা যাচ্ছে না, তবে এমন হতে পারে যে তাদের কেউ কেউ নিরাপদেই রয়েছে।
কোস্ট গার্ড বলেছে শহরের পোতাশ্রয় এলাকায় পানি থেকে তারা ১৭ জন লোককে জীবিত উদ্ধার করেছে – যারা আগুন থেকে বাঁচতে সাগরের পানিতে লাফিয়ে পড়েছিল।
বেঁচে যাওয়া ও বাস্তুচ্যুত লোকদের জন্য ছয়টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কর্মকর্তারা বলছেন, পর্যটকদের হোটেল ও ভাড়া বাড়িতে দুর্গত লোকদের রাখার জন্য তারা একটি পরিকল্পনা করছেন।
হাওযাইয়ে এই দ্বীপটিতে আমেরিকার অনেক ধনী ব্যক্তি বাস করেন যার মধ্যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও আছেন। তিনি ও তার সঙ্গিনী লরেন সানচেজ ইতোমধ্যে দাবানলের শিকারদের জন্য ১০ কোটি ডলার দেবার কথা ঘোষণা করেছেন।
গত মঙ্গলবার এই দাবানলের সূত্রপাত হয়েছিলো এবং পরে হারিকেন ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসের কারণে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এরপর কর্তৃপক্ষ প্রায় ১৪ হাজার পর্যটককে সেখান থেকে সরিয়ে নেয়। তবে বিদ্যুৎ ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনো অনেক মানুষের সন্ধান পায়নি কর্তৃপক্ষ।
মাউই দ্বীপের কর্তৃপক্ষ বলেছেন, এই দাবানলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক বছর এবং শত শত কোটি ডলার লাগবে। গভর্নর গ্রীন বলেছেন, এটিই সম্ভবত হাওয়াই রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।
মি. গ্রিনের প্রকাশ করা একটি ভিডিওতে আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর দেখা যাচ্ছে। সেখানে তিনি বলেছেন যে অন্তত এক হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে।
এদিকে মাউই- এর বনবিভাগ জানিয়েছে মঙ্গলবার থেকে বনাঞ্চলের একাধিক জায়গায় দাবানলে শত শত একর বনভূমি পুড়ে গেছে।
তথ্য সূত্র: বিবিসি বাংলা
হাওয়াই রাজ্যের মাউই কাউন্টির ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঐ এলাকার। আমেরিকার অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে এই দাবানলকে।
এখন পর্যন্ত এই দাবানলে বহু মানুষের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। কর্তৃপক্ষ বলছে নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে। আরো কয়েকশো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার এই আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। কিন্তু তার আগে আবহাওয়া বিভাগ থেকে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সতর্কবার্তা দেয়া হয়নি।