আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।। মেহেরপুরের দুইটি আসনে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন
রুহুল কুদ্দুস টিটো
আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন।
আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। দুর্গম এলাকার কেন্দ্রগুলোর ব্যালট পেপারও গতকাল রাতে পৌঁছে গেছে স্ব স্ব কেন্দ্রে। বাকী কেন্দ্রগুলোর ব্যালট পৌঁছেছে আজ ভোরে।
৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বন্ধ রাখা হয়েছে।
শেষ মুহূর্তে ভোটের আগের দিন বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশি-বিদেশি সাংবাদিকদের মুখোমুখী হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা- ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। কিন্তু আমরা যেভাবে বলি, সেভাবে নির্বাচন সবসময় শান্তিপূর্ণ হয় না। শান্তিপূর্ণ নির্বাচন উঠিয়ে আনা কঠিন হবে। তিনি আরও বলেন, ট্রেনে আগুন দিয়েছে। ভোটকেন্দ্রেও আগুন দেওয়ার চেষ্টা হচ্ছে। যারা হরতাল দিয়েছে, তারাও বলেছিল তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। আমরা বিশ্বাস করেছিলাম শান্তিপূর্ণভাবে ভোটারদের ভোটবিরোধী প্রচারণা চালাবে। কিন্তু আগুন দেখে আমরা দুঃখ ভারাক্রান্ত। কোনো দল যদি এটি করে থাকে, এটি অমার্জনীয় অপরাধ।
নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপিসহ ১৬টি দল নির্বাচন বর্জন করে আন্দোলনে রয়েছে। বেশকিছু জায়গায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভোট ঠেকাতে হরতাল ডেকেছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। বাস-ট্রেনে আগুনে ঘটেছে মানুষের প্রাণহানি।
এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় আগেই নিশ্চিত হলেও সারাদেশে উদ্বেগ-উৎকণ্ঠার কমতি নেই।
ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে দলীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানোসহ নানা কৌশল নিয়েছে। এক তৃতীয়াংশ আসনে আওয়ামী লীগের এই স্বতন্ত্র প্রার্থীরাই নির্বাচনে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আভাস দিয়েছেন। ফলে শতাধিক আসনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
মেহেরপুরের দুইটি আসনে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৩ প্রার্থী। দুইটি আসন মিলে জেলায় মোট ভোটা সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৯৬৬ জন। দুইটি আসনেই আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা।
মেহেরপুর-১ সদর ও মুজিবনগরএকটি পৌরসভা ও দুইটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার১ লাখ ৪৯ হাজার ৫৫৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৮১ জন।
নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত ফরহাদ হোসেন। বর্তমানে তিনি সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তাঁর বিপক্ষে রয়েছেন দুই বারের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর আব্দুল মান্নান। তাঁর নির্বাচনী প্রতীক ট্রাক। রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। তাঁর নির্বাচনী প্রতীক হচ্ছে ঈগল পাখি।
এছাড়া জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আব্দুল হামিদ লাঙ্গল প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টির তরিকুল ইসলাম আম , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবলু জম ছড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ আসনে একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন মিলেন ভোটকেন্দ্র রয়েছে ১১৭টি। এর মধ্যে ২২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহিৃত করে পুলিশ প্রশাসন।
মেহেরপুরে কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২জন পুলিশ সদস্য ১২ জন করে আনছার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স তাদের কার্যক্রম শুরু করেছে।
মেহেরপুর-২ :একটি পৌরসভা ও একটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ২লাখ ৫৫ হাজার ৯২৯। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৪৯৩ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৪৩৪ জন এবং হিজড়া ভোটার ২ জন।
এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের মনোনীত ডা. আবু সালেহ মোঃ নাজমুল হক। তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। রাজনীতির মাঠে তিনি নতুন মুখ। তাঁর বিপক্ষে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতীদ্বন্দ্বীতা করছেন দুই বারের সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন। এছাড়া জাতীয় পার্টির কেতাব আলী লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল গণী সোনালি আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো: শাহজামালকে (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী গোলাম রসুল আম, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আল ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ আসনে ৭ জন প্রার্থী থাকলেও মূলত নির্বাচনী প্রচারণা করতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের।
এ আসনে একটি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন মিলে ভোটকেন্দ্র রয়েছে ৯০টি। এর মধ্যে ২০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ চিহিৃত করে পুলিশ প্রশাসন। কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২জন পুলিশ সদস্য ১২ জন করে আনছার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স তাদের কার্যক্রম শুরু করেছে।
এবার নির্বাচনে রেকর্ড সংখ্যক শোকজ, মেহেরপুর সহ সারাদেশে মামলা ৬১ জনের নামে: নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থীকে শোকজ করা হয়। গত ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার-প্রচারণায় বেপরোয়া ছিলো প্রার্থী-সমর্থকরা। বিধিলঙ্ঘন ঠেকাতে নির্বাচনী অনুসন্ধান কমিটি ৭২০জনের বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করে। এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। বেশ কয়েকজন আওয়ামী লীগের প্রার্থীসহ ৬১জনের নামে মামলা করেছে ইসি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করার মতো আসনে জয়ী হচ্ছে এমনটা ধরে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও।
হিসাব শুধু বাকি বিরোধী দল নির্বাচন নিয়ে। সংসদে বিরোধী দলের আসনটি নির্বাচন হতে পারে ভোটে। জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এবার সেই আসনটি হারাতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত। তাদের জায়গায় কাদের দেখা যাবে, সেটি আজ রাতেই নিশ্চিত হওয়া যাবে। নানা আলোচনা-সমালোচনার পর হতে যাওয়া এবারের সংসদ নির্বাচনটি ঘিরে আছে ভিন্ন ভিন্ন সমীকরণ। কঠিন চ্যালেঞ্জ আর ভূ-রাজনৈতিক বাস্তবতা সামনে রেখে ভোটে মাঠে নেমেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।
ভোটের হিসাবে আজ প্রথম চ্যালেঞ্জ উৎরাতে যাচ্ছে দলটি।ভোটের পর একের পর এক চ্যালেঞ্জ পার করতে হবে।